টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০২:৩৪ পিএম
টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা বিড়ি শ্রমিকদের উদ্যোগে ও ভেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুবাল পূয়র-ডরপ-এর সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুবাল পূয়র-ডরপ-এর প্রোগামার জেবা আফরোফা, জেলা বিড়ি শ্রমিকের সভাপতি নামজুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা নীল রঙের টি-শার্ট পরে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, তামাকপণ্যের সহজলভ্যতা ও বিজ্ঞাপন বন্ধ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। এ সময় তারা ছয় দফা দাবি তুলে ধরেন। তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও কঠোর ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এর আগে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি র্যালি বের করা হয়।
ভোরের আকাশ/এসএইচ