পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫ ০৩:৫৯ পিএম
পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযান, ৪০ মণ জাটকা জব্দ
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে ৪০ মণ অবৈধভাবে আহরিত জাটকা। শনিবাবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে এ অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক জানান, ‘জব্দ করা এসব জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’
অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রনক হাসান শাহরিয়ার। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মৎস্য ঘাটে বিপুল পরিমাণ জাটকা বিক্রির জন্য আনা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, ‘ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে জাটকা নিধনের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জাটকা নিধন বন্ধে নিয়মিত নজরদারির পাশাপাশি ঘাট পর্যায়ে ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা দরকার। অন্যথায় এমন অভিযানও পুরোপুরি সুফল বয়ে আনবে না।
ভোরের আকাশ/আজাসা