× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে আপত্তিকর ব্যানার, সিইউজের নিন্দা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ০৩:২৩ এএম

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে আপত্তিকর ব্যানার, সিইউজের নিন্দা

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে আপত্তিকর ব্যানার, সিইউজের নিন্দা

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ’র নাম ও ছবি ব্যবহার করে ব্যানার টাঙানোর ঘটনায় গভীর ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন সিইউজে নেতৃবৃন্দ। একই সঙ্গে দ্রুত ব্যানার অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে সিইউজের নির্বাহী কমিটির নেতারা এসব মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের সাংবাদিকদের বিদ্যমান সমস্যার সমাধানে মূল বিষয়কে পাশ কাটিয়ে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে খোদ প্রেসক্লাব ভবনে ব্যানার টাঙানো অশালীন, অমানবিক ও ন্যায়বিচারবিরোধী কাজ। সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে ৯৯ শতাংশ পেশাদার সাংবাদিকের স্বার্থে চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ ও প্রাচীন সংগঠন সিইউজের কার্যালয় তালামুক্ত করে স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক সেই স্মারকলিপি সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে গ্রহণ করেন এবং দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপি দেওয়ার মাত্র দুই দিনের মাথায় সিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ও ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়। পরবর্তীতে ব্যানার পরিবর্তন করে শুধু সভাপতির নাম উল্লেখ করে আরেকটি আপত্তিকর ব্যানার টাঙানো হয়। এ ধরনের ব্যানার টাঙানো শুধু ষড়যন্ত্র নয়, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন করছে। এর মাধ্যমে সাংবাদিকদের ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে এবং মতপ্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

বিবৃতিদাতারা প্রশাসন ও দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন তারা এই বিষয়ে সচেতন ও কার্যকর ভূমিকা পালন করেন। অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে করে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুত স্বাধীনতার পরিবেশ বাস্তবায়িত হয়।

বিবৃতিদাতারা হলেন, সিইউজের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সিনিয়র সহ-সম্পাদক স.ম ইব্রাহিম, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা-এর চট্টগ্রাম ব্যুরো চিফ সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকা-এর সিনিয়র প্রতিবেদক ওমর ফারুক, অর্থ সম্পাদক ও বাংলানিউজ২৪.কম-এর সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর চট্টগ্রাম ব্যুরো চিফ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলানিউজ২৪.কম-এর স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য ও ডেইলি নিউজ টাইমস-এর ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড