চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০২:৪৪ পিএম
ছবি: ভোরের আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এসময় তিনি সরেজমিন ৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া প্রত্যেক কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, নির্বাচন চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সকল ভোটকেন্দ্র, আবাসিক হল ও প্রবেশপথে চেকপোস্ট এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক ও সদা প্রস্তুত অবস্থায় দায়িত্ব পালন করছেন।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে প্রায় ১৫ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার সকল সদস্যকে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও ধৈর্যের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
ভোরের আকাশ/তা.কা