× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ০২:৩৪ এএম

শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা

শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে  স্বামী। মোবাইলে শশুরকে খবর দেন তোমার মেয়েকে জবাই করেছি।  ঘরে লাশ পড়ে আছে। এমন লোমহর্ষক হত্যা কান্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের আনন্দ বাজার এলাকার মো. কামরুজ্জামানের বাড়িতে।

নাদিরা ও তার স্বামী আমিনুল ইসলাম ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকুরী করত। নিহত নাদিরা আক্তার(২৬) ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার বগাপাড়া জিকাতলা মাইজহাটি গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। অভিযুক্ত আমিনুল ইসলাম(৪০) একই এলাকার মো. ফখরুদ্দিনের ছেলে।  দুপুরে এ রিপোর্ট লেখা অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে। অভিযুক্ত আমিনুল এর আগেও তার প্রথম স্ত্রীকে হত্যা করে নয় বছর সাজা ভোগ করেছে। পড়ে নাদিরাকে বিয়ে করেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে ওই বাড়ির আমিনুল দম্পতির ঘরের দরজা দিয়ে রক্ত গড়িয়ে পরতে দেখে। দরজা খুলতেই দেখে নাদিরার রক্তাক্ত নিথর মরদেহ পরে আছে মেঝেতে। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই রাজীব জানান, ছয় বছর পূর্বে নাদিরার সাথে আমিনুলের বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়শই  পারিবারিক কলহ লেগে থাকতো তারা দু’জনে ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকুরী করতেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে আমিনুল আমার বাবার মোবাইলে ফোন করে বলেন, তোমার মেয়েকে খুন করেছি। ঘরে লাশ পড়ে আছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। আমার বোনকে আমিনুল পরিকল্পিত ভাবে গলাকেটে হত্যা করে ঘরে লাশ ফেলে পালিয়ে গেছে।

তিনি আরো জানান, আমিনুল এর আগেও তার এক স্ত্রীকে হত্যার মামলায় নয় বছর জেল খেটেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার জানান, এক নারীকে হত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতার অভিযান সহ পরবর্তি কার্যক্রম অব্যাহত আছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড