নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ০৬:৩৯ পিএম
ছবি: ভোরের আকাশ
নীলফামারীর জলঢাকা উপজেলা জনতার ভালোবাসা ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে, যখন জনপ্রিয় সমাজসেবক ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী জলঢাকা জিরোপয়েন্ট এলাকায় পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসধ্বনিতে বরণ করে নেন শত শত মানুষ।
সৈয়দপুর বিমানবন্দরে নামার পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানাতে ভিড় করেন। পরে এক বিশাল গাড়িবহর নিয়ে তাকে জলঢাকা শহরে আনা হয়। পুরো পথজুড়ে সমর্থকদের উল্লাস ও আনন্দে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর আগমনে জলঢাকা পৌর এলাকা ও আশপাশে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা জানান, তার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা বহুদিনের।
জানা গেছে, ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী প্রয়াত আনারুল হক কবির চৌধুরীর পুত্র এবং জলঢাকা পৌরসভার সাবেক মেয়র। সম্প্রতি তার ওপর আরোপিত একটি সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় তিনি পুনরায় সক্রিয়ভাবে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা— ভবিষ্যতেও তিনি তার নেতৃত্ব ও জনসেবার মাধ্যমে জলঢাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ভোরের আকাশ/জাআ