পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০৬:৪৬ পিএম
ছবি : ভোরের আকাশ
পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে পৌর জামায়াত কার্যালয়ের সামনে থেকে (সাইকেল পট্টি) ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (১৬ জুলাই ) এক মিছিল অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। মিছিলটি বড় মসজিদ (কেন্দ্রীয় মসজিদ) সামনে থেকে শুরু হয়ে বিলাস চত্বর দিয়ে ফলপট্টি স্বর্ণকারগলি হয়ে আবার বড় মসজিদের পাশ দিয়ে পৌর ভবনের সামনে দিয়ে গিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে শেষ হয়।
এতে ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য "চলো চলো ঢাকায় চলে মহাসমাবেশ সফল কর", স্লোগান দিতে থাকে। মিছিলে সদ আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর সেক্রেটারি রাকিবুল হাসান , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান ও ইমরান উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে পিরোজপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ