বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১০:৫৬ পিএম
ছবি: ভোরের আকাশ
অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের সাথে জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ এবং এক সিপাহিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে বরখাস্ত ও শোকজের বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। এর আগে গত ২৪ আগস্ট কাস্টমস হাউজের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা যায়।
শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা এফএম ফয়সাল ও সহকারী রাজস্ব কর্মকর্তা খায়রুজ্জামান। বরখাস্তকৃত সিপাহি হলেন, রায়হান আহমেদ।
কাস্টমস সূত্র জানায়, গত ২১ আগস্ট কাস্টমস-বিজিবি যৌথ এক্সিট পোস্টে কর্তব্যরত অবস্থায় সিপাহি রায়হান আহমেদ ইচ্ছাকৃতভাবে গাড়ির নম্বর পরিবর্তন করে লিপিবদ্ধ করেন। সংশ্লিষ্ট গাড়ির নম্বর ছিল খুলনা মেট্রো-১১-১২৪৪। কিন্তু তিনি তা খুলনা মেট্রো-১১-১২৪২ হিসেবে এন্ট্রি দেন। ঘটনার পর তদন্তে বিষয়টি প্রমাণিত হলে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এবং সংশ্লিষ্ট দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করে।
কাস্টমস কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, কেউ যদি দায়িত্বে অবহেলা করেন বা অনিয়মে জড়ান, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/জাআ