ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১১:৪৭ পিএম
ছবি: ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ট্যাংকেরপাড় এলাকায় দুটি ফলের জুসের দোকানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করে তাদেরকে জারিমানা করা হয়।
জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে দেখা যায়, নাফিস জুস এবং রকমারী জুস হাউস নামক ফল হতে বিভিন্ন ধরনের জুস তৈরির দুটো দোকানে অপরিচ্ছন্ন দই, বরফ ইত্যাদি দ্বারা জুস তৈরী করা হচ্ছিল। প্রস্তুতকৃত জুস যথাযথভাবে স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করা হচ্ছিল না। সর্বোপরি প্রতিষ্ঠান দুটো স্বাস্থ্যকর উপায়ে জুস তৈরি করছিল না।
এ প্রেক্ষিতে নাফিস জুস হাউসকে ১২ হাজার টাকা এবং রকমারী জুস হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটিকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ভোরের আকাশ/জাআ