পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ০১:৫৭ পিএম
ছবি: ভোরের আকাশ
বরগুনার পাথরঘাটায় টানা চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে।
রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূর হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও কপালে আঘাত করে। এরপর ঘরে থাকা নগদ পাঁচ থেকে ছয় হাজার টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। আহত নারীকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একই রাতে ওই ইউনিয়নের আরেকটি বাড়িতেও দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এর আগে ৪ নভেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিন ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তিন লাখ টাকা ছিনতাই করা হয়। ২১ অক্টোবর চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল এলাকায় একই রাতে অন্তত আটটি বাড়িতে চুরির ঘটনা ঘটে, যাতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল চুরি হয়। ১ আগস্ট রাতে সদর ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে কম্পিউটার ও প্রিন্টার চুরি হয়। এর আগে ৬ জুলাই পূর্ব হাতেমপুর এলাকায় ছয়টি গরু চুরি হয়।
সম্প্রতি পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর বাড়িতে তালা ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে। বাজার এলাকাতেও অচেতনকারী পদার্থ ব্যবহার করে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিদিন কোথাও না কোথাও চুরি বা ছিনতাই ঘটছে। রাতে পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেও অপরাধীরা ধরা পড়ছে না। ফলে মানুষের মধ্যে ভয়, অবিশ্বাস ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেক পরিবার বাড়িতে অতিরিক্ত তালা লাগিয়ে, জানালায় লোহার গ্রিল বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।
ভোরের আকাশ/তা.কা