চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ০৯:০১ পিএম
ছবি: ভোরের আকাশ
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯.৫ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল।
সোমবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার দশরশিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল।
জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এ সময় দশরশিয়া গ্রামে আসামি মো. সেলিম রেজা (২৫) ও তার মা মোসা. চেমালী বেগম (৪৮)-এর নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৯.৫ (নয় দশমিক পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মা-ছেলে দুজনই মৃত আমির হোসেনের পরিবারভুক্ত এবং তারা সদর মডেল থানার দশরশিয়া গ্রামের বাসিন্দা।
অভিযান শেষে উদ্ধারকৃত হেরোইন ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ভোরের আকাশ/জাআ