সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৫ পিএম
ছবি: ভোরের আকাশ
ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। তাদের কাছ থেকে ৩১ লাখ টাকার সমমূল্যে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা পুলিশ ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শরীফকে গ্রেফতার করে।এসময় তার দেহ তল্লাশি করে ২শ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।
এছাড়া, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৃথক অপর এক অভিযান থেকে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে আরো ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ধামরাই থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ীরা থানা এলাকায় থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/তা.কা