জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ০৫:২৮ পিএম
ছবি: ভোরের আকাশ
জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী গণসংযোগে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় বাজারে এ ঘটনা ঘটে।
জামালপুর-৫ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের অভিযোগ, দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। বানারেরপাড় বাজার এলাকায় পৌঁছলে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিউল্লাহ শিপলুর নেতৃত্বে ৩০/৩৫ সন্ত্রাসী এ হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বানারেরপাড় বাজারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পর পাল্টা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও যুবদল। জামায়াতের অভিযোগ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন।
ভোরের আকাশ/জাআ