গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ০৩:০৬ এএম
গাইবান্ধায় বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সেলিম আহমেদ তুলিপকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বহিষ্কারের বিষয়ে তাৎক্ষণিকভাবে সেলিম আহমেদ তুলিপের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এসএইচ