ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ০৭:২৫ পিএম
শ্রীপুরে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, লাশ মাটির নিচে পুঁতে রাখা
গাজীপুরের শ্রীপুরে তাল কুঁড়াতে গিয়ে কমলা বেগম (৫৫) নিখোঁজ হন। বিকেলে স্বজন ও স্থানীয়রা একটি নির্জন স্থানে মাটির নিচে পুঁতা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে কমলা প্রতিবেশীর গাছ থেকে তাল কুড়াতে যান। তার স্বামী কদম আলী কাজে চলে যান। দুপুরে বাড়ি ফিরে স্বামী কমলাকে না পেয়ে খোঁজ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে স্বজন ও প্রতিবেশীরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাল গাছের পাশে কমলার শাড়ির আঁচল দেখতে পান। কাছে গিয়ে তারা মাটির নিচে পুঁতা তার মরদেহ দেখতে পান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার কাজ চলছে।
স্বজন ও স্থানীয়দের দাবি, প্রথমে তাল গাছের নিচে হেঁচড়া করা পায়ের দাগ দেখে তারা মরদেহের অবস্থান শনাক্ত করেন। এর পর গর্তে পুঁতে রাখা কমলার মরদেহ উদ্ধারের চেষ্টা করা হয়। তারা অভিযোগ করেন, “অজ্ঞাতনামা খুনিরা কমলাকে হত্যা করে মরদেহ গর্তে পুঁতে মাটি চাপা দিয়েছে।”
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিকেল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার কাজ চলছিল।
ভোরের আকাশ/হ.র