নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ০১:৪৩ এএম
রাঙ্গাবালীর নৌপথে ঈদে বেড়েছে যাত্রীচাপ, নিরাপত্তায় মোতায়েন নৌবাহিনী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীচাপ ব্যাপকভাবে বেড়েছে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর নৌপথে। বিশেষ করে ঢাকা-রাঙ্গাবালী নৌরুট এবং অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্টের সদস্যরা ঘাটগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছেন।
নজরদারির আওতায় যা যা থাকছে: লঞ্চ ও স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী যেন বহন না হয়, তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি রোধ, মলম পার্টি বা অন্যান্য প্রতারক চক্র দমনে তৎপরতা, যাত্রী হয়রানি বন্ধে নিয়মিত মনিটরিং ।
ঈদের আগে ও পরে কয়েকদিন যাত্রীচাপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য ঘাটগুলোকে রাখা হয়েছে বিশেষ নজরদারির আওতায়।
স্থানীয়দের মতামত:
নদীভিত্তিক যোগাযোগনির্ভর এই উপজেলায় ঈদের সময় নৌযাত্রাকে নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
নৌবাহিনী জানিয়েছে, ঈদের পরেও ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছে।
ভোরের আকাশ/হ.র