মযমনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ০৩:২২ পিএম
ছবি : ভোরের আকাশ
সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) ৫ টা ৫০ মিনিটে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বওলা বাজারের কুকড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে।
এরপর ধোবাউড়া থেকে ছেড়ে আসা একটি নীল রঙের পিকআপ চেকপোস্ট অতিক্রম করাকালে সিগনাল দিয়ে থামানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ধৃত মাদককারবারি মো. মোজাম্মেল হক চকদার (৩৫), জেলা-ময়মনসিংহ এবং মো. রাকিব মিয়া (২৬), থানা-জেলা-নেত্রকোণা’দ্বয় কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদক দ্রব্য, বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি তল্লাশি করে ধানের বস্তার ভেতর ১২০(একশত বিশ) বোতল অবৈধ মাদক দ্রব্য বিদেশি মদ উদ্ধারপূর্বক ১৩০ কেজি ধান, ০১ টি পিকআপ, ০২টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা।
ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় আলামত সহ আসামি হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.