× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীর মাটি ইটভাটায়

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১১:০১ পিএম

নদীর মাটি ইটভাটায়

নদীর মাটি ইটভাটায়

মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গঙ্গালালপুর, পালপাড়া ও ইসলামপুর এলাকার নদী থেকে মাটি উত্তোলন করা হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীতে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। এসব মাটি বিভিন্ন ইটভাটায় ও ব্যক্তি মালিকানাধীন জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে। নদীর গতিপথ পরিবর্তন ও পরিবেশের ওপর বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

মাটি বিক্রির সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। চান্দহর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পান্নু, পালপাড়ার মো. সিরাজ ও ইসলামপুরের মো. সুমন এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গেছে। প্রতি ট্রাক মাটির বিক্রির অংশ যায় স্থানীয় একাধিক রাজনৈতিক নেতার পকেটে।

স্থানীয় বাসিন্দা তারিকুর রহমান আলাল বলেন, সরকারি নদী থেকে মাটি কাটা অত্যন্ত দুঃখজনক। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম পান্নু বলেন, আমরা ব্যক্তিগত জমি থেকে মাটি কাটছি। যারা নদী থেকে কেটে নিচ্ছে, তাদের ধরুন। আমাদের ইটভাটা বন্ধ করতে পারছেন না, শুধু আমাদের পেছনে লেগেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ বলেন, নদী থেকে মাটি কাটার তথ্য পেলে সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়। মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড