পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ০৫:৫৪ পিএম
পত্নীতলায় ঈদ-উল-আজহা পালন
মধ্যপ্রাচ্যে এবং সৌদি আরব এর সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা ঈদুল আজহা পালিত হচ্ছে।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভিতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজ পশু কোরবানি করেন।
জানা যায়, বিগত ১০ বছর থেকে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন এ এলাকার মুসল্লিরা। মাওলানা কামারুজ্জামানের ইমামতির মাধ্যমে এবার ঈদের জামাতে অংশ নেন এলাকার প্রায় শতাধিক ধর্মপ্রান মুসল্লিরা।
ভোরের আকাশ/আজাসা