মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ০২:৪৮ পিএম
ছবি : ভোরের আকাশ
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলেছে চুরির ঘটনা। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতা এখন বড় উদ্বেগের নাম।
বুধবার (১৯ নভেম্বর) রাতে পুনরায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা হাসপাতালের কয়েকটি ট্যাপ কল খুলে নিয়ে যায়। ট্যাপের ভাঙা সংযোগ থেকে পানি ঝরতে থাকে। এতে অল্প সময়ের মধ্যেই নিচতলা এবং দ্বিতীয় তলার করিডোরসহ বিভিন্ন ফ্লোর পানি জমে যায়।
পানি জমে জায়গায় জায়গায় কাদা সৃষ্টি হওয়ায় রোগী, তাদের স্বজনসহ হাসপাতালে কর্মরত স্টাফদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। কেউ পড়ে গিয়ে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
রোগীদের একজন স্বজন বলেন, “হাসপাতালটা এখন নোংরা আর বিশৃঙ্খল হয়ে গেছে। যেখানে রোগীর ভালো হওয়ার কথা, সেখানে এমন পরিবেশে চিকিৎসা নেওয়া খুবই কষ্টকর। পা পিছলে পড়ে গেলে আরও বড় ক্ষতি হওয়ার ভয় রয়েছে।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন জানান, “দীর্ঘদিন ধরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট গার্ডের পদটি শূন্য থাকায় বারবার চুরির ঘটনা ঘটছে। নিরাপত্তা সংকটই এসব ঘটনার বড় কারণ। বিষয়টি আমরা থানায় জানিয়ে অভিযোগ করেছি। এছাড়া চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।”
স্থানীয়রা মনে করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। চুরি বন্ধ এবং সেবা স্বাভাবিক রাখতে দ্রুত জনবল নিয়োগ ও নিরাপত্তা বৃদ্ধির দাবি জানাচ্ছেন তারা।
ভোরের আকাশ/মো.আ.