চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ০৫:২২ এএম
ছাঁটাইয়ের প্রতিবাদে সিইপিজেডে শ্রমিকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম রপ্তানিপ্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় ৪০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন এক্সেলসিওর স্যুজ লিমিটেড নামের একটি জুতা কারখানার কর্মীরা। শনিবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নগরীর এম এ আজিজ সড়কের ইপিজেড থানার ফ্রিপোর্ট মোড় এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা কারখানার গেট থেকে সিইপিজেড প্রবেশমুখ পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং চাকরি ফেরতের দাবিতে স্লোগান দেন। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।
শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে কোনো কারণ ছাড়াই ৪০ জনকে ছাঁটাই করা হয়েছে। তারা দাবি করেছেন, ছাঁটাইকৃতদের কেউই কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়িত ছিলেন না। বরং এটি একটি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ।
অন্যদিকে পুলিশ বলছে, ছাঁটাই করা শ্রমিকদের মধ্যে কেউ কেউ পূর্বে অন্যান্য শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও আন্দোলনের সময় কারখানা ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন। এ কারণেই মালিকপক্ষ তাদের ছাঁটাই করেছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান বলেন, এক্সেলসিওর স্যুজ লিমিটেডের ছাঁটাই করা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং তাদের বুঝিয়ে সরিয়ে দিই।
তিনি আরও জানান, ছাঁটাইকৃত শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে বিদায় করা হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মালিকপক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছে।