ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ০৬:১৮ পিএম
বিজয়নগর থানা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবেল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মন্টু মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জারিয়া পূর্বপাড়া এলাকার আবদুল বারেকে ছেলে। সে বর্তমানে তার শ্বশুরবাড়ি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে বসবাস করতেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ভোরের আকাশকে জানান, আইনি বিষয়াদি প্রক্রিয়াধীন; মরদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/আজাসা