× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যায় মামলা, গ্রেফতার ১

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০২:৫৯ এএম

ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যায় মামলা, গ্রেফতার ১

ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যায় মামলা, গ্রেফতার ১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর (২২) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা খাইয়ুম মিয়া (কাইয়ুম)। সোমবার (১৬ জুন) গৌরীপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় সোনাকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. সোহাগ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম। তিনি জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।

ছাত্রদল নেতা হুমায়ুন কবীরকে হত্যার ঘটনার বিষয়ে সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন রতন জানান, গত শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে হুমায়ুন ও সোহাগ মিয়া বাড়ি থেকে পাছার বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রানা ও বাদল তাদের গতিরোধ করে। হুমায়ুন দৌড়ে তারা মিয়ার চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সোনাকান্দি গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে মো. বাদল মিয়াকে (তোতা মিয়া, ২১)। এছাড়া রাশিদুল ইসলাম রানা ওরফে রাসুসহ (২২) আরও ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫–৬ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে সহনাটী ইউনিয়ন পরিষদের সামনে এক দোকানে পানের ১০ টাকা বিল নিয়ে বাদল ও রানা ঝগড়ায় জড়িয়ে পড়ে। হুমায়ুন সেই ঝগড়া মিটিয়ে নিজে বিল পরিশোধ করে দেন। এ ঘটনায় তারা হুমায়ুনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে।

অন্য একটি সূত্র জানায়, হুমায়ুন মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এর জের ধরেই তাকে টার্গেট করে হত্যা করা হয়।

শনিবার নিহত হুমায়ুনের জানাজায় হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়। সেখানে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।

এ ছাড়া রোববার ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দাবিতে গৌরীপুর উপজেলা ছাত্রদলও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 কোন কুচক্রী মহল ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু

কোন কুচক্রী মহল ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু

 ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪২৯ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪২৯ জন হাসপাতালে

 চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

 মৌলিক সংস্কারের ‘বেশিরভাগ’ বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

মৌলিক সংস্কারের ‘বেশিরভাগ’ বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

 সেপ্টেম্বরের শুরুতেই ডাকসু নির্বাচন, তফসিল ২৯ জুলাই

সেপ্টেম্বরের শুরুতেই ডাকসু নির্বাচন, তফসিল ২৯ জুলাই

সংশ্লিষ্ট

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর উদ্বোধন ২ আগস্ট

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর উদ্বোধন ২ আগস্ট

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে: নাহিদ ইসলাম

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে: নাহিদ ইসলাম

গোপালগঞ্জে চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬

গোপালগঞ্জে চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬

কারফিউ শিথিল, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ শিথিল, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি