বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৫:৫৪ পিএম
বরিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
জেলা প্রশাসনের আয়োজনে আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল মো. শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডাঃ এসএম মনজুর-এ-এলাহী। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ সময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।
ভোরের আকাশ/জাআ