কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০২:৪৮ এএম
ছবি সংগ্রহীত
কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আমিরুল কায়সার এর সভাপতিত্বে সভাটি হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজির আহমেদ খান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোতালেব হোসাইন, জামায়াতে ইসলামীর মহানগরী নায়েবে আমির অধ্যাপক এমদাদুল হক মামুন, এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, যুবশক্তির কেন্দ্রীয় সদস্য মাজহারুল ইসলাম হানিফ, পরিবহন মালিক সমিতির সভাপতি জামিল খন্দকারসহ সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে কুমিল্লায় চাঁদাবাজি, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপমৃত্যুর মতো অপরাধের সংখ্যা কমেছে, তবে ডাকাতির ঘটনা কিছুটা বেড়েছে।
পুলিশ সুপার নজির আহমেদ খান জানান, জেলা পুলিশ গত মাসে বেশ কয়েকটি সফল অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে প্রতিনিয়ত অভিযান চলছে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাইনউদ্দিন চিশতী শহরে পলিথিন ব্যবহারের বাড়তি প্রবণতা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা বলেন।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোস্তফা কামাল জানান, ডিসেম্বরের মধ্যেই মহাসড়কে ইউটার্ন সংস্কার ও রাস্তার মেরামতের সুফল পাওয়া যাবে।
সভায় জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ডাকাতি, দস্যুতা ও অস্ত্র চোরাচালান বেড়ে যাওয়া উদ্বেগজনক। এসব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হচ্ছে।”
ভোরের আকাশ//হ.র