টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০১:২৭ এএম
টাঙ্গাইলে নাশকতার আশঙ্কায় আ.লীগের ৩ নেতা গ্রেফতার
টাঙ্গাইলের দেলদুয়ারে নাশকতার পরিকল্পনার সন্দেহে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে বিশেষ অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া নেতারা হলেন, দেলদুয়ার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সদর মোল্মোলা বাড়ির তালেব মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলদুয়ার সদর দক্ষিণ পাড়ার মৃত নেওয়াজ আলীর ছেলে মো. হামিদুল ইসলাম মজনু (৪৩)। ফাজিলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামার নওগাঁ গাছপাড়া গ্রামের চানমিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে সরকার শহীদ(৪৮)।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খানের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে।
ভোরের আকাশ/আজাসা