× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু, ট্রাক আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুন ২০২৫ ০১:২৬ এএম

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু, ট্রাক আটক

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু, ট্রাক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।

নিহতরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার। তারা দুজনেই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আনোয়ার ও শারমিন। চাঁপড়ীগঞ্জ এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝখানে স্থাপিত রাবারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন তারা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কে স্থাপিত রাবারের ডিভাইডার অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

  • শেয়ার করুন-
 নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড