সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৮:৩৭ পিএম
সাতকানিয়ায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে অনুদান দিল ইউএনও
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত কৃষক মো. জসিম উদ্দিনের (৪০) পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপর ১ টার দিকে নিহত কৃষক মো. জসিম উদ্দিনের স্ত্রীর হাতে এ আর্থিক অনুদান তুলে দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস।
আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার মধ্যে ২৫ হাজার টাকা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে ও বাকি ২৫ হাজার টাকা সাতকানিয়া উপজেলা পরিষদ থেকে প্রদান করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, নলুয়া ইউনিয়নে মরফলা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত কৃষক মো. জসিম উদ্দিনের স্ত্রীকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সাতকানিয়া উপজেলা প্রশাসন সবসময় তার পরিবারের পাশে থাকবে।
উল্লেখ্য, গত (৩০ মে) সকালে বৃষ্টির মধ্যে মো. জসিম উদ্দিন তার বাড়ির পার্শ্ববর্তী মরফলা বিলে জাল দিয়ে মাছ ধরার জন্য যায়। একইদিন দুপুর ১ টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত জসিমের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
ভোরের আকাশ/জাআ