চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০৯:২৯ পিএম
‘গাছে উঠার যন্ত্র’ বিনামূল্যে বিতরণ
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ২০২৪-২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চল জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পে আওতায় ৩০ জন নারিকেল গাছিদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে গাছে উঠার ব্যতিক্রম যন্ত্র মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সিফাত আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক , মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন , রমেশ চন্দ্র ঘোষ, উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট।
বক্তব্য রাখেন, শেখ ফজলুর হক মনি, প্রকল্প পরিচালক ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চল জলবায়ু পরিবর্তন প্রকল্প খুলনা,ধীমান মজুমদার মনিটরিং অফিসার ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অন্জল জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প খুলনা, মোঃ হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিতলমারী।
ভোরের আকাশ/আজাসা