গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০৩:২৩ এএম
ছবি সংগ্রহীত
সম্িবত উদ্যাগ টকসই উনত বিশ্ব বিনির্মাণ-মান প্রতিপাদ্যক সামন রখ গাজীপুর পালিত হয়ছ বিশ্ব মান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষ মঙ্গলবার গাজীপুর জলা প্রশাসন ও বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়র যথ উদ্যাগ জলা প্রশাসকর কার্যালয়র ভাওয়াল সম্মলন কক্ষ আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
আলাচনা সভায় প্রধান অতিথি ছিলন গাজীপুরর জলা প্রশাসক, নাফিসা আরফীন এবং সভাপতিত্ব করন অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) মাঃ মাতাছম বিল্যাহ। সভায় বিশষ অতিথি হিসব উপস্তি ছিলন স্ানীয় সরকার বিভাগর উপ-পরিচালক আহাম্মদ হাসন ভঁইয়া এবং অতিরিক্ত জলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাহল রানা।
বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়র উপ-পরিচালক ও অফিস প্রধান এস. এম. তালাত মাহমুদ আলাচনা সভায় স্বাগত বক্তব্য দন। বক্তব্য তিনি বিশ্ব মান দিবসর প্রতিপাদ্যর তাৎপর্য তুল ধর বলন, টকসই উনয়ন ও মানসম্মত জীবনযাপনর জন্য মান নিয়্ত্রণ ও মান বজায় রাখার সংস্তি গড় তালা অপরিহার্য। তিনি বিএসটিআইর কার্যক্রম, জাতীয় ও আÍর্জাতিক মান নিশ্চিতকরণ প্রতিষ্ঠানর ভমিকা এবং কর্মকর্তা-কর্মচারীদর নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করন।
অনুষ্ঠানর শুরুতই বিএসটিআই-এর বিভিন কার্যক্রম ও সফলতা তুল ধর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলাচনা সভায় সরকারি-বসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্া, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনর প্রতিনিধিরা অংশ নন। বক্তারা বলন, পণ্যর মান নিয়্ত্রণ সঠিক নীতি অনুসরণ, উৎপাদন ব্যবস্ায় আÍর্জাতিক মানদণ্ড মন চলা এবং জনসচতনতা বদ্ধির মাধ্যম একটি নিরাপদ ও উনত সমাজ গঠন সম্ভব।
সবশষ অংশগ্রহণকারীরা বিশ্ব মান দিবসর মূল বার্তা- মান উনয়ন সম্িবত উদ্যাগই টকসই উনয়নর পূর্বশর্ত- এই অঙ্গীকার একমত হন।
ভোরের আকাশ//হ.র