ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ০৩:৪২ পিএম
ছবি : ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে এক মাদক কারবারিকে আটকের পর তিন মাসের সাজা দিয়েছে উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌর সভার দরগার চালা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এসময় তার নিকট ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটককৃত মাদক কারবারি শাহ জালাল(৪৮) কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মোসলেহ উদ্দিনের পুত্র।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরু টলারেন্স নীতিতে কাজ করছে।
২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬ এর ৫ ধারায় তাকে এ সাজা প্রদান করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.