সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫ ০১:২৬ এএম
আমীর খসরুর সাথে চট্টগ্রাম বারের নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ।
শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১২টায় এই সাক্ষাতের সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল বারীসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাতে বারের নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতিসহ চট্টগ্রাম আদালতের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আমীর খসরুর কাছে চট্টগ্রাম আদালতে কর্মরত আইনজীবীদের চেম্বার প্রদানে নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সার্বিক সহায়তায় তাঁরও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ হলেও বারের নেতৃবৃন্দের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। তিনি বারের নেতৃবৃন্দের বক্তব্যগুলো ধৈর্যসহকারে শুনেছেন এ বিষয়ে সহায়তার আশ্বাসও দিয়েছেন।
ভোরের আকশ/এসআই