আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৪:১৫ পিএম
আমতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
বরগুনা জেলার আমতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, দোয়া ও মোনাজাত, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভা।
আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অ্যাড. মো. নাসির উদ্দিন তালুকদার, মো. মকবুল আহম্মেদ খান, আলহাজ্ব মো. তারিকুল ইসলাম টারজান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার, যুবদল নেতা সামসুল হক চৌকিদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাত শাহ আলামিন পিকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজ আহসান মুসা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তারিকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মো. কামাল বিশ্বাস, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. মিল্টন হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মো. মুশফিকুর রশিদ হিরা, আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাহাত, সহ-সভাপতি মো. রাব্বানী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মৃধা প্রমুখ।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ভূমিকা রাখতে হবে।
পরে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষপর্বে দলের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
ভোরের আকাশ/জাআ