নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০৪:৪৩ পিএম
নকল মুক্ত বাংলাদেশ গড়তে যুদ্ধে নেমেছি: অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ঘোষকাঠী মহাবিদ্যালয়ের ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকালে মহাবিদ্যালয়ের অডিটরিয়াম হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায় জানানো হয় পরীক্ষার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষকাঠী মহাবিদ্যালয়ের সভাপতি ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
ঘোষকাঠী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কুমার পাইক এর সভাপতিত্বে ও ঘোষকাঠী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির
বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরীক্ষা নকল মুক্ত রাখতে আমরা যুদ্ধে নেমেছি আর সেই যুদ্ধে শিক্ষক, অভিভাবক সহ সকলের সহযোগীতা ও উপস্থিতি কামনা করছি।
বিদায়ী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঘোষকাঠী মহাবিদ্যালয়ের দাতা সদস্য উজ্জ্বল দ্বীপ, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার সহ মহাবিদ্যালয়ের কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
ভোরের আকাশ/জাআ