জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ০৮:২৯ পিএম
ছবি: ভোরের আকাশ
জয়পুরহাট-২ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা।
বুধবার সন্ধা ৭ টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারে এই বিক্ষোভ মিছিল করে তার সমর্থকরা।
এ সময় তারা বলেন, ইন্জিনিয়ার গোলাম মোস্তফা একজন ত্যাগী নেতা তাকে মনোনয়ন না দিয়ে একজন অতিথি পাখিকে মনোনয়ন দেওয়া হয়েছে তা আমরা মানি না, মানবো না, বলে শ্লোগান দিতে থাকে। সেই সাথে আমলার মনোনয়ন মানি না, আব্দুল বারীর দুই গালে জুতা মা'র তাকে তাকে বলেও তারা শ্লোগান দিতে থাকে।
জয়পুরহাট ২ আসন থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে সরকারের একজন সাবেক আমলা, সাবেক ডিসি ও সাবেক সচিব আব্দুল বারীকে মনোনয়ন দেওয়ায় তাদের এই ক্ষোভ।
ভোরের আকাশ/জাআ