অপহরণকারীসহ দুই সহযোগী গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ০৪:২০ পিএম
ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত কিশোরী শারিয়া মোসতারিনকে (১৩) উদ্ধার ও অপহরণকারী লিয়ন বাবুকে (২২) গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
এসময় অপহরণকারীর স্বজন ও তার সহযোগিদের হামলা এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় র্যাবের ৫ সদস্য আহত হয়েছেন। পরে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়াসহ ঘটনাস্থল থেকে অপহরণকারী লিয়ন বাবু ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার অপহরণকারী লিয়ন বাবু (২২) উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।
গত শুক্রবার (১১ জুলাই) দুপুরে লিয়ন বাবু উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের শাহীন মিয়ার স্কুল পড়ুয়া ১৩ বছরের কিশোরী মেয়ে শারিয়া মোসতারিনকে অপহরণ করে। এ ঘটনায় অপহ্নত কিশোরীর পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।
এ বিষয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরী ও অপহরণকারী লিয়ন বাবুকে গ্রেফতার করে। এসময় স্বজন ও বাড়িতে থাকা লোকজনসহ তার সহযোগিরা সংঘবদ্ধ হয়ে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে র্যাবের ওপর হামলা চালিয়ে অপহরণকারী লিয়ন বাবুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার ঘটনায় র্যাবের ৫ জন সদস্য আহত হয়েছেন। পরে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়াসহ ঘটনাস্থল থেকে অপহরণকারী লিয়ন বাবুর দুই সহযোগিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা অপহৃত কিশোরী ও অপহরণকারী প্রধান আসামি লিয়ন বাবুসহ তার দুই সহযোগিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত র্যাব সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারের পর আসামিদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করেছে র্যাব। উদ্ধার হওয়া ভিকটিম ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।
ভোরের আকাশ/জাআ