ভারতীয় বিএসএফ এর পুশইন
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৩:৪৭ পিএম
ফেনী সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশী নাগরিক আটক
ফেনী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী শিশু, নারীসহ ১১ বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোররাতে ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) ভোর আনুমানিক ২টার দিকে যশপুর বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ২১৯১ এর নিকট মথুয়া এলাকা থেকে ১ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৩ শিশুকে আটক করে।
আটককৃতরা জানিয়েছে, তারা দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। সেখান থেকে দীর্ঘদিন বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজে যুক্ত ছিল। আজ বিএসএফ বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুকৌশলে তাদের বাংলাদেশে পুশইন করেছে।
আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা জেলায়। তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন- নড়াইলের মো. রাসেল হাসান শেখ (৩৩), শ্যামলী খাতুন (৩৫) ও সোনালী (৩২), যশোরের হোসনেয়ারা (৪০), সালমা (৪৫), মিনা (৪২), সাতক্ষীরার হাসিনারা বেগম (৬০), সেলিনা বেগম (৪৫), জিয়ারুল (১১), তহিদুল (৯) ও ইসমাইল (৭)।
বিজিবি জানায়, আটককৃতদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
এছাড়া, ঘটনাটির প্রতিবাদ জানাতে বিএসএফ এর কাছে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং লিখিত প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/জাআ