জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১০:০৫ এএম
ছবি: সংগৃহীত
জামালপুর জেলায় নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টায় চন্দ্রা লাইট হাউজ মোড়ে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা এনসিপির আহবায়ক লুৎফর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব শক্তির আহবায়ক ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক হিফজুল বকুল, জামাত নেতা ও হজরত শাহজামাল (র) এর পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ