× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডায়রিয়ায় ঈশ্বরদী ইপিজেডের দুই শ্রমিকের মৃত্যু,তদন্ত কমিটি গঠন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২৫ ১১:২৫ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী ইপিজেডে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রোববার রাতে একজনের মৃত্যুর পর মঙ্গলবার আরও এক শ্রমিক মারা গেছেন। ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহীদুল ইসলাম দুই শ্রমিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার ডায়রিয়ায় মৃত্যু হওয়া শ্রমিকের নাম মাহফুজা খাতুন। তিনি ঈশ্বরদীর সাগর হোসেনের স্ত্রী ও ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানির শ্রমিক। এর আগে রোববার গভীর রাতে কণা খাতুন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি ইপিজেডের আইএইচএম কোম্পানির শ্রমিক ও উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের খমিন ইসলামের স্ত্রী।  

এদিকে ঈশ্বরদী ইপিজেডে ডায়রিয়ায় শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সোমবার বিকেল থেকে ঈশ্বরদীতে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে। ছয় সদস্যের এ কমিটিতে টিম লিডার করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চিকিৎসক এ এইচ এম মোস্তফা কামালকে। 

কমিটির অন্য সদস্যরা হলেন– টেকনিক্যাল অফিসার শরিফ উদ্দিন হাসনাত, চাঁদপুর উত্তর মতলব ষাটনল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ফাহমিদা ফাইজা, খাগড়াছড়ি চেঙ্গির সহকারী সার্জন রাজেশ দেব, আইইডিসিআরের মেডিকেল টেকনোলজিস্ট সোহেল রানা এবং ল্যাব অ্যাটেনডেন্ট সজিবুল ইসলাম।

এদিকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। অধিকাংশ রোগীই ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি, আইএমবিডি কোম্পানি, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড (অ্যাবা) ও রেনেসা বারিন্দ লিমিটেডে কর্মরত শ্রমিক-কর্মচারী। মঙ্গলবার দুপুর পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩৭৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান জানান, ডায়রিয়ায় আক্রান্ত অনেক নতুন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। মঙ্গলবার প্রচুর রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহীদুল ইসলাম জানান, দূষিত পানি পান করার কারণেই গণহারে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ জন্য ইপিজেডের সাপ্লাই পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।  

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড