× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১২:০৬ এএম

কক্সবাজারে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কক্সবাজারে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া ও রামু উপজেলায় পানিতে ডুতে বুধবার একইদিনে চার শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। চকরিয়ার মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম। এর মধ্যে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাতামুহুরী নদীর কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হন। তারা হলো, কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের মেয়ে আসমা (৬)। পরে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করেন।

এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে পায়ে হেঁটে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় মাতামুহুরী নদী পার হচ্ছিল। এ সময় মাঝ নদীতে পানিতে তলিয়ে যায় ওই যুবক। এক পর্যায়ে তিনি সাঁতরিয়ে উঠতে না পারায় নিখোঁজ হয়। স্থানীয় লোকজন জাল ফেলে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বুধবার সকালে ওই এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, দুই শিশুর মরদেহ স্বজনরা দাফনের ব্যবস্থা করছেন। আজ্ঞাত যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।

এদিকে, রামুতে খালের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ইলিশিয়া পাড়ার রমজান আলীর ছেলে মো. ইয়াসিন (৯) এবং আবুল কাশেমের ছেলে মো. আবদুল্লাহ (৮)।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বলেন, খেলতে গিয়ে রেললাইনের পশ্চিম পার্শ্বে ভরাখালের পানিতে পড়ে তারা মারা গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড