সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ১০:৪২ পিএম
ছবি: ভোরের আকাশ
সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে বিরাজমান বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের চূড়ান্ত অবসান ঘটেছে।
বুধবার (২৩ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষুর বাসভবনে আয়োজিত এক বিশাল মধ্যাহ্নভোজ ও মিলন মেলায় এই ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা আসে।
এতে প্রায় ৭ শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল হোসেন ও মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রফিকুল আলম, সাতকানিয়া পৌরসভা সাবেক প্যানেল মেয়র নবাব মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।
প্রীতিভোজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সাতকানিয়া-লোহাগাড়া (১৫) আসনটি মূলত বিএনপির শক্ত ঘাঁটি। কিন্তু গত কয়েক বছর ধরে সাতকানিয়ায় চারটি এবং লোহাগাড়ায় তিনটি গ্রুপ দলীয় কর্মসূচি আলাদাভাবে পালন করায় সংগঠন দুর্বল হয়ে পড়েছিল।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি অবহিত হয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব দেন। তার উদ্যোগে ১৭ জুলাই আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে প্রথম বৈঠকে সাতটি গ্রুপের শীর্ষ নেতৃবৃন্দ—আসহাব উদ্দিন, জামাল হোসেন, মুজিবুর রহমান, অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন, নাজমুল মোস্তফা আমিন, খোকন চৌধুরী, হাজী রফিকুল আলম ও শেফায়েত উল্লাহ চক্ষু—একত্রিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে একসাথে পথচলার প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে ১৯ জুলাই দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত হয়, সাতকানিয়া ও লোহাগাড়ার নেতাদের বাড়িতে মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও আস্থার সেতুবন্ধন গড়ে তোলা হবে।
এই ধারাবাহিকতায় গত ২১ জুলাই মুজিবুর রহমান চেয়ারম্যানের বাড়িতে প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই শেফায়েত উল্লাহ চক্ষুর বাড়িতে দ্বিতীয় আয়োজনের মধ্য দিয়ে ঐক্য আরও সুদৃঢ় হয়। পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হবে অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন ও জামাল হোসেনের বাসভবনে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ঐক্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
ভোরের আকাশ/জাআ