মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১১:০২ পিএম
ছবি: ভোরের আকাশ
উপজেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, মান্দার পক্ষ থেকে উপজেলার মোট ৩৮টি মাদ্রাসার ৭৬ জন শিক্ষার্থীকে (প্রতি মাদ্রাসা থেকে ১ জন ছেলে ও ১ জন মেয়ে) এই সহায়তা দেওয়া হচ্ছে। মেয়েদের জন্য বোরখা ও ছেলেদের জন্য পায়জামা-পাঞ্জাবি দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসাগুলোর তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি শিক্ষার্থীদের মধ্যেও এসব ড্রেস বিতরণ করা হবে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী শিক্ষার্থীদের হাতে এসব ড্রেস তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ