অরুণ কুমার সরকার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১২:০৬ এএম
চিতলমারীতে দেশীয় অস্ত্রসহ একজন আটক
বাগেরহাটের চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে দেশীয়ভাবে তৈরি বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মো. জাহিদ শেখ (৫৫)। তিনি উপজেলার কুনিয়া গ্রামের মৃত জালাল উদ্দীন শেখের ছেলে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাহিদ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ৭টি লোহার রামদা, দেশীয় তৈরি ২টি ছোরা, ১টি হাসুয়া, ১টি চাপাতি, ২টি সরকি, বেতের তৈরি ১০টি ঢাল ও ৮টি ফুল কোচ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় দ্রুত বিচার আইন ২০০২ এর ৪ ধারায় চিতলমারী থানায় একটি মামলা (নং ৯, তারিখ ১৯/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত অস্ত্রগুলো কোনো বিশৃঙ্খল কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক জাহিদ শেখকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ//হ.র