সাংবাদিক নেতা সাঈদ খানের উদ্যোগে
এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ০৭:৪৯ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রত্যন্ত জনপদ শেখমাটিয়া ইউনিয়নের বলেশ্বর নদীর কূলছোঁয়া বাবুরহাট বাজারে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠের নির্বাহী সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচি এবং সম্প্রতি বিবিসি বাংলায় প্রদত্ত তাঁর ঐতিহাসিক ও অনবদ্য সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়।
উপজেলার বাবুরহাট বাজারের নীরব সন্ধ্যাটি রূপ নেয় জাগরণের পরশে, বলেশ্বরের হাওয়ায় ভেসে আসে পরিবর্তনের প্রতিধ্বনি, আর জনগণের চোখে মুখে ঝরে পড়ে আশার নতুন আলো।
সত্যের উচ্চারণ ও গণজাগরণের অঙ্গীকারে এই আয়োজনটি হয়ে উঠেছে এক স্মরণীয় অধ্যায়— যেখানে উপস্থিত প্রতিটি হৃদয় স্পর্শ করেছে তারেক রহমানের সত্যভাষণের দীপ্তি।
এ সময় স্থানীয় নেতা-কর্মীরা তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিভিন্ন দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন
এবং জনগণের হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। পুরো আয়োজনে ছড়িয়ে পড়ে সত্য, আশা ও পরিবর্তনের এক অনন্য বার্তা।
ভোরের আকাশ/জাআ