মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫ ০৬:৩৩ পিএম
মহম্মদপুরের বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের রামপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। প্রেমিকের পরিবারের পক্ষ থেকে অবস্থান নেওয়া প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (১৮ মে) সকালে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রবাসী মিন্টু মিয়া (৩৫) এর বাড়িতে শত শত মানুষের ভীড়। ভীড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে দেখা যায় দরজা বন্ধ। বারান্দার গ্রীলে উকিমেরে দেখা যায় ভেতরে ভাত খাচ্ছিলেন মিন্টু মিয়ার বাবা বাবুল মোল্যা। সাংবাদিকদের উপস্থিতির খবর জেনে মিন্টুর পরিবারের লোকজন অবস্থান নেওয়া প্রমিকাকে অন্য জায়গা লুকিয়ে ফেলেছেন।
স্থানীয়রা জানান, মিন্টুর প্রমিকা আসার পরেই তাকে শারীরিকভাবে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে মেয়েটিকে মারধর থেকে উদ্ধার করেন। এরপর সাংবাদিকদের খবরে তাকে ভিন্ন ঘরে গোপনে আটকে রাখা হয়।
অনুসন্ধানের একপর্যায়ে প্রেমিকাকে আটকে রাখার ঘরের তথ্য পেয়ে সাংবাদিকরা প্রমিকার সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘ দেড় বছর তাদের প্রেমের সম্পর্ক। মিন্টু মালয়েশিয়া থাকা অবস্থায় দু’জনের প্রেম হয়। গত দেড়মাস পূর্বে মিন্টু বাড়িতে আসার সময় মিন্টুর পরিবারের সাথে প্রেমিকাকেও নিয়ে যাওয়া হয় এয়ারপোর্টে। দুই পরিবারের মাঝে ভাল সম্পর্ক ছিল ও বিয়ে হবার কথা ছিল। একপর্যায়ে তারা বিভিন্ন জায়গা গিয়েও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। গত সপ্তাহে প্রমিকার পছন্দে নিজের বাড়ির কাজের জন্য টাইলস কিনে আনেন।
প্রেমিকা আরও জানান, মিন্টু গোপনে অন্যত্রে বিয়ের জন্য মেয়ে দেখছেন। এমন খবর পেয়ে আমি মিন্টুর বাড়িতে অবস্থান নিয়েছি। আমি আসার পর মিন্টুর মা, চাচা ও চাচি আমাকে মারধর করেছে।
খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে উভয়পক্ষকে মামলা দেওয়ার জন্য বলেন। কিন্তু কেউ রাজি না হলে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসে। এরপর স্থানিয়রা মাধ্যমে আগামী ২২শে মে শালিশের মাধ্যমে সিদ্ধান্ত হবে বলে মেয়ের পরিবারের নিকট থেকে স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে মারধরের কারণে প্রেমিকা অসুস্থ হওয়ায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, অভিযোগ ছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসআই