× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল চেকপোস্টে গোপালগঞ্জ আ. লীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৫ ০৪:৫২ পিএম

বেনাপোল চেকপোস্টে  গোপালগঞ্জ আ. লীগ নেতা আটক

বেনাপোল চেকপোস্টে গোপালগঞ্জ আ. লীগ নেতা আটক

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারত যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম (৫৩) আটক হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টায় তিনি তার স্ত্রীর সহিত মেডিক্যাল ভিসায় ভারতে চিকিৎসার লক্ষ্যে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে তার পাসপোর্ট নম্বর (বি০০০৭৩৯৪৮) জমা দিলে কার্যক্রম চলাকালে সার্ভারে তা ‘স্টপলিস্ট’ অবস্থায় থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে শনাক্ত করে আটক করে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জিএম সাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দুটি মামলার বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলা, যার নম্বর- ৫২ (২০/০৯/২০২৪), যেখানে দন্ডবিধির ৩০২/১১৪/১০৯ ধারা উল্লেখ করা হয়েছে। এছাড়া, গোপালগঞ্জ সদর থানায় দায়েরকৃত অন্য একটি মামলা রয়েছে যার নম্বর ২৪ (১৭/০৯/২০২৪)) যেখানে তার বিরুদ্ধে ১৪৭/১৪৮/১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামী এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিদেশগমন রোধে স্টপলিস্টে নাম অর্ন্তভুক্ত ছিলো।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান,পূর্ব থেকে খবর ছিলো গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওস্থানীয় প্রভাবশালী নেতা জিএম সাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে। এজন্য আগেই তার নাম ইমিগ্রেশন ‘স্টপলিস্ট’-এ অর্ন্তভুক্ত করা হয়েছিল।

অবশেষে, তাকে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আটক পূর্বক ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রেখে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আদেশ মোতাবেক বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, আটককৃত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রভাবশালী নেতা জিএম সাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তীতে আবশ্যিক ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড