× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের প্রস্তাবিত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ০২:৩৬ এএম

চীনের প্রস্তাবিত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি

চীনের প্রস্তাবিত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি

চীনের প্রস্তাবিত ১,০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ সোচ্চার হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাইবান্ধা শহরের ডিবি রোডে এক কিলোমিটার ব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। মানববন্ধনটি আয়োজন করে ব্যবসায়ী সমন্বয় পরিষদ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল আহমেদ। বক্তব্য দেন পুস্তক ব্যবসায়ী সমিতির আবেদ আলী খান, দলিল লেখক সমিতির মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংস্কৃতিক সংগঠক আলমগীর কবীর বাদল, রিকশা শ্রমিক ইউনিয়নের জিয়াউর রহমান সুমন, ব্যবসায়ী নেতা শফিকুল ইসলাম রুবেল, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির রহমান ও হকার্স মার্কেটের প্রতিনিধি সুজন প্রসাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অন্যতম অবহেলিত জেলা গাইবান্ধা। এখানে নেই কোনো শিল্প-কারখানা, নেই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ। সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কিংবা ঢাকায় যেতে হয়। অথচ উত্তরাঞ্চলের ৮ জেলার মধ্যে ৭ জেলায় রয়েছে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল শুধু গাইবান্ধাই বঞ্চিত।

তারা বলেন, গাইবান্ধায় ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ও অবকাঠামোগত সুবিধা রয়েছে। এখানে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষ উপকৃত হবে। বক্তারা এ বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড