পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৮:২৮ পিএম
মঠবাড়িয়া বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে আবেদন ফর্ম যাচাই-বাছাই
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এ দল পরিচালনা করা হয়।
কারো পাতা ফাঁদে আমাদের দলের কোন নেতাকর্মী পা দিবেন না।
বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিএনপি'র কমিটি গঠনের লক্ষ্যে আবেদনকৃত ফর্ম যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি বলেন, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবো। ওয়ার্ড কমিটির ভোটে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি করা হবে। ইউনিয়ন কমিটির ভোটে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হবে। পর্যায়ক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি করা হবে।
ফর্ম যাচাই-বাছাই অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: শামীম মিয়া মৃধা এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির।
ভোরের আকাশ/আজাসা