এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ০৭:৫০ পিএম
ছবি- ভোরের আকাশ
পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফ্রিজিং করা মাংসে বোতলজাত গরুর রক্ত মেখে তাজা মাংস হিসেবে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শফিকুল ইসলাম নামের এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পুরাতন বাসস্ট্যান্ডের হাসিবের মাংসের দোকানের মালিক মো. শফিকুল ইসলাম ও তার কর্মচারী মিলে ফ্রিজে রাখা পুরাতন মাংস বাইরে ঝুলিয়ে বিক্রি করছিলেন।সেই পুরাতন মাংসে বোতলে সংরক্ষিত গরুর রক্ত মেখে তা ক্রেতাদের কাছে তাজা মাংস হিসেবে বিক্রি করা হচ্ছিল।অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত দোকানটিতে অভিযান চালায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযানে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন বলেন, ফ্রিজ ছাড়া পুরাতন মাংস প্রকাশ্যে ঝুলিয়ে বিক্রি করা আইনবিরোধী।ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে সেই মাংস বিক্রি করলে এর গুণগত মান নষ্ট হয়ে যায়, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।তাছাড়া রক্ত বোতলজাত করে রাখা ও তা মাংসে মাখা অসদাচরণের পরিচায়ক।ভবিষ্যতে একই কাজ করলে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে।বাজারে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ