রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৫:১৫ এএম
পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১১নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে জুয়েল মৃধা(৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়ছে।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় নিজ বাড়ির গোয়াল ঘরে গরু গোসল করাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। জুয়েল মৃধা কুমারটেক এলাকার বাদল মৃধার ছেলে।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনন।
ভোরের আকাশ/এসআই